ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে যখন তিনদিনের ইসরায়েল সফরের শেষ দিনে রয়েছেন, সেইদিন গত বুধবার ফিলিপাইনে মেয়র ম্যারিয়ানো ব্লাঙ্কোকে গুলি করে হত্যা করা হয়েছে। ম্যারিয়ানো প্রেসিডেন্ট দুতার্তের মাদক বিরোধী অভিযানে ঘনিষ্ট সহযোগী ছিলেন। প্রাণনাশের হুমকি দেওয়ার পর তিনি তার অফিসে ঘুমাতেন। চারজন বন্দুকধারী ফিলিপাইনের চেবু প্রদেশের রন্ডা পৌরসভার টাউনহল অফিসে ঢুকে পড়েন এবং মেয়র ম্যারিয়ানোকে গুলি করে হত্যা করার পর একটি ভ্যানে করে পালিয়ে যেতে সক্ষম হয়। টাইমস অব ইসরায়েল
বন্দুকধারীরা দু’জন নিরাপত্তাকর্মীকে মাটিতে শুয়ে পড়তে বলার পর তারা মেয়র ম্যারিয়ানোকে হত্যা করে। এরপর পুলিশকে নিরাপত্তাকর্মীরা তার নিহত হওয়ার সংবাদ জানায়। গত ফেব্রুয়ারিতে ম্যারিয়ানোর ভাগ্নে ও ভাইস মেয়র জনা জন আনগ্যাবকে তার গাড়িতে গুলি করে হত্যা করা হয়। গত জুলাইতে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে তানাউয়ান শহরে একটি অনুষ্ঠানে মেয়র আন্তোনিও হালিলিকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যাকারে দৃশ্য মোবাইলফোনে ধারণ করে একটি অনলাইনে ছেড়ে দেওয়া হয়। এর পরের দিন টিনইও শহরের আরেক মেয়রকে গুলি করে হত্যা করা হয়। গত দুই বছরে ফিলিপাইনে মাদক বিরোধী অভিযানে অন্তত সাড়ে চার হাজার ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এধরনের বিচার বহির্ভুত হত্যাকারে সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে।