মবিনুর রহমানঃ বিবাদমান দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফের রাস্তায় নেমেছেন তাবলীগ জামাতের সাদবিরোধী হাজারো মুসল্লি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই তারা টঙ্গী থেকে আব্দুল্লাহপুরের রাস্তায় জড়ো হতে থাকেন। এত ঢাকা-ময়মনসিংহ সড়কে তীব্র যানজোটের সৃষ্টি হয়।
এদিকে ফের সংঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের কড়া অবস্থানের কারণে জড়ো হওয়া মুসল্লিদের সমাবেশ বেশিক্ষণ স্থায়ী হয়নি।
পরে মাওলানা সাদবিরোধীরা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিমানবন্দরের দিকে অগ্রসর হতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় রাস্তায় পুলিশের বেরিকেটের কারণে খন্ড খন্ড মিছিলগুলো ফিরে যায়।
এর আগে গত শনিবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে সংঘর্ষে জড়ায় তাবলীগের মাওলানা সা’দ ও মাওলানা জুবায়েরের অনুসারীরা। এতে একজন নিহত ও উভয়পক্ষের কমপক্ষে আহত হন পাঁচ শতাধিক মানুষ।