আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রশ্ন বঙ্গবন্ধু হত্যায় যারা জড়িত, তাদের বিচার বন্ধ করতে কেন ইনডেমনিটি সংবিধানে সংযোজন করেছিলো বিএনপি। তাহলে কি এর নেপথ্যে তারা জড়িত ?
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সকালে কানাডায় অবস্থানরত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অনলাইনে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদ দেশ ছাড়ার ব্যবস্থা করেছিলনে জিয়া রহমান, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে, বিচার বন্ধে ইনডেমনিটি জারি করেছিলেন। এমনকি ৭৫ হত্যাকাণ্ডে জড়িদের কে জিয়াউর রহমান ওয়েল ডান বলেছিলেন, এতে বোঝা যায় এর ও নেপথ্যে কারা জড়িত আছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী ৬ জনকে ফিরিয়ে আনার দাবি জোরদার হচ্ছে। রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা চলছে, দেশটিতে একটি মামলা লড়ছে বাংলাদেশ।
কানাডার মৃত্যুদণ্ডবিরোধী আইনের শিথিল করে নূর চৌধুরীকে ফেরত আনতে ও মামলা করেছে বাংলাদেশ।