চলতি মাসের শেষের দিকে থ্যালাস এলিনিয়ার স্পেস বঙ্গবন্ধু স্যাটেলাইটের-১ বুঝিয়ে দিলে বাণিজ্যিক বরাদ্দ শুরু হবে এমনটি জানিয়েছেন, তথ্য ও যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
রবিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। মন্ত্রী আরো জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে এমএনপি চালু হলে মোবাইল কল রেট কমবে।
তিনি বলেন, আমরা যে সার্কেল আকাশে পাঠিয়েছি সেটা কতটা কাজ করে সেটা শীঘ্রই দেখা হবে। সেপ্টেম্বরে আমাদের এটা বুঝিয়ে দিবে, আমরা প্রস্তুত আছি। আমাদের যে ধরনের প্রস্তুতি থাকা দরকার বাণিজ্যিক সেবা দেওয়ার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। বঙ্গবন্ধু স্যাটেলাইটের-১, যখন সরাসরি সম্প্রচার দিতে পারবো সেটা তখন চমৎকার একটা গুণগতমানের সেবা আমাদের দেশের জনগণ পাবে।
সূত্র : ডিবিসি টেলিভিশন