বছর শেষে সেরার মুকুটটা শোভা পেলো ফুটবল রাজপুত্র লিওনেল মেসির মাথাই। অর্ধশত ছাড়িয়ে গেলো তার গোল সংখ্যা। ফলে ২০১৮ সালের সবচেয়ে বেশি গোলের মালিক হলেন তিনি। পেছনে পড়ে গেলেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। অর্ধশত পেরতে পারেননি এই পর্তুগীজ তারকা।
গত বছর আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে ৫১টি গোল করেছেন মেসি। আর রোনালদো দেশ ও ক্লাবের হয়ে করেছেন ৪৯টি। ২০১১ সালের পর এই প্রথম অর্ধশত গোল করতে পারেননি তিনি।
এই তালিকায় সেরা পাঁচে আছেন মিসরের সুপারস্টার মোহাম্মদ সালাহ। তিনি ৪৪টি গোল করেছেন।
দেখুন পুরো তালিকা-
১. লিওনেল মেসি – ৫১ গোল
২. ক্রিস্টিয়ানো রোনালদো – ৪৯
৩. রবার্ট লেওয়ানডস্কি – ৪৬
৪. মোহাম্মদ সালাহ – ৪৪
৫. হ্যারি কেন – ৪২
৬. অ্যান্তোনি গ্রিজম্যান – ৪০
৭. লুইস সুয়ারেজ – ৩৮
৮. নেইমার – ৩৪
৯. এডিসন কাভানি – ৩৪
১০. কাইলান এমবাপে – ৩৪