ভারতের কেরালায় বন্যার পানি কমতে শুরু করলেও সেখানে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় জনমনে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
রাজ্য সরকার থেকে বাড়ি ফিরতে শুরু করা মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সাপ ধরতে রাজ্য জুড়ে বেশ কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। এছাড়া সব হাসপাতালগুলো সাপে কামড়ানো রোগীর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-ভেনম ওষুধ নিয়ে প্রস্তুত আছে।
বাড়িতে সোফা বা আলমারির মত আসবাব, কার্পেটের নিচে, ওয়াশিং মেশিনের ভেতর বা কাপড়ের স্তুপের মধ্যে সাপ লুকিয়ে থাকতে পারে আশঙ্কায় স্থানীয় সরকার থেকে জনগণকে বাড়ি ফিরে এগুলোতে হাত দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার থেকে বলা হয়, বন্যার কারণে সাপ-বিচ্ছুসহ অনেক বিষাক্ত পোকমাকড় মানুষের বাড়িতে আশ্রয় নিয়েছে।
– বিডি নিউজ