বসরার আন্দোলন এবার সরকার পতন আন্দোলনে রুপ নিয়েছে। ইতোমধ্যেই আন্দোলনকারীরা ইরানের দূতাবাসে আগুন লাগিয়ে দিয়েছে এবং দেশটির আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। আন্দোলন সহিংস রুপ নেয়ায় গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত অন্তত ১২জন নিহত হয়েছে। আল-জাজিরা
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির পার্লামেন্টের প্রতিনিধিত্বকারী দুটি বড় জোটের পক্ষ থেকেও দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির পদত্যাগ দাবি করা হয়েছে। শনিবার সংসদের জরুরি অধিবেশনে দেশটির শিয়া জোটের প্রধান মুক্তাদার আল-সদর এর সমর্থিত জোট ‘সেইরন’ আবাদিকে ক্ষমতা ছেড়ে দেয়া জোর দাবি জানায়। এই জোটটিই গত মে’তে দেশটির জাতীয় নির্বাচনে অধিকাংশ আসন জয় করেছে।
উল্লেখ্য, দেশটির দক্ষিণাঞ্চলীয় এই শহরে গত ৮জুলাই থেকে কর্মস্থান, নিরবচ্ছিন্ন বিদ্যুত সেবা, সরকারি কর্মকর্তাদের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ও মৌলিক অধিকারগুলোর দাবিতে আন্দোলন চলছে। জনসাধারণের এই প্রতিবাদ বিক্ষোভ সহিংসতায় রুপ নিলে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পাল্টাপাল্টি সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। ইয়ন নিউজ