ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি, ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এল চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর নতুন দুটি মোবাইল সেট ভিভো ‘ভি-১১ প্রো’ এবং ‘ভি-১১’।
ভিভো গ্লোবাল ব্র্যান্ড টিমের পক্ষে ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক, প্রোডাক্ট ম্যানেজার তানভীর আহমেদ, গ্লোবাল ব্র্যান্ড ম্যানেজার বেন্ট লরিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেন্ট লরি বলেন, “প্রযুক্তি নিয়ত পরিবর্তিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারও বাড়ছে। স্মার্টফোন ব্যবহারকারীরা খুঁজছে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা, দ্রুততম প্রসেসর। আমরা নতুন ক্যামেরা দুটিতে এআই প্রযুক্তির নতুনত্ব নিয়ে এসেছি। ডিএসএলআরের প্রায় সব প্রযুক্তি পাওয়া যাবে ভিভোর ক্যামেরায়।”
তানভীর আহমেদ জানান, ভি-১১ প্রো তে রয়েছে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি; যা সাধারণ ফাস্ট চার্জিং টেকনোলজির চেয়ে দুই গুণ বেশি দ্রুততর।
ভিভো ভি-১১ প্রো সঙ্গে নিয়ে এসেছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি।
নতুন দুটি ফোনের রয়েছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি রিয়ার ক্যামেরা। ভিভো-১১ তে আরো থাকছে হেলো ফুলভিউ ডিসপ্লে।
ফোনগুলোতে রয়েছে ভিভোর নিজস্ব অ্যান্ড্রয়েড ভার্সন ফর্ক ফান টাচ ৪.৫, যা অ্যান্ড্রয়েডের ৮.১ এর উপর ভিত্তি করে তৈরি করা।
ভিভো-১১ প্রো এবং ভি-১১ এ রয়েছে যথাক্রমে ৬.৪১ ইঞ্চি এবং ৬.৩ ইঞ্চি ডিসপ্লে।
ফোনগুলোতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, সঙ্গে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল র্যাম। সঙ্গে থাকছে ট্রিপল কার্ড স্লটে ২৫৬ জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা।
ভি-১১ প্রোতে রয়েছে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএএইচ) ব্যাটারি। ৩৩১৫ এমএএইচ ব্যাটারি সুবিধা রয়েছে ভি-১১ সেটটিতে।
ভিভোর কান্ট্রি ডিরেক্টর শ্যারন জানান, আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ভিভো বাংলাদেশের অনুমোদিত সব স্টোরে স্ট্যারি নাইট এবং নেবুলা রঙে ৩৪ হাজার টাকা মূল্যে ভি-১১ প্রো এবং ২৭ হাজার ৯৯০ টাকা মূল্যে ভি-১১ পাওয়া যাবে।
– বিডিনিউজ