দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী মন্তব্য করে বলেছেন, বাংলাদেশ কিভাবে পৃথিবীকে মুখ দেখাবে?
সম্প্রতি দৈনিক ইনকিলাবের সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকারি দল মিটিং, মিছিল করে যত্রতত্র, যখন-তখন, কিন্তু বিরোধী দলকে অনুমতি দেওয়া হয় না। নিয়ন্ত্রিত পদ্ধতির ভোটের মাধ্যমে সরকারি দলের প্রার্থীকে বিজয়ী করা হয়। (গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহীর সিটি নির্বাচন দ্রষ্টব্য )।
তিনি য়োগ করেন, কোটা সংস্কারের ন্যায়সঙ্গত দাবি এবং নিরাপদ সড়ক আন্দোলনে জননন্দিত দাবি উত্থাপনের অপরাধে চাপাতি, লাঠি, পিস্তল হাতে পুলিশের সহায়তায় সরকারের গুন্ডাদের আক্রমণে যারা অত্যাচারিত হলো তাদেরকেই গ্রেফতার করা হলো, গুন্ডাদের নয়। সামাজিক, রাজনৈতিক এই অবক্ষয়, লজ্জা রাখি কোথায়?
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, টেলিভিশন, সংবাদপত্র সরকারের ভয়ে কথা বলার সাহস পায় না। কয়েকটি টেলিভিশন, সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে, তুচ্ছ কারণে। শহিদুল আলমের মতো বিশ্বখ্যাত ফটো সাংবাদিককে যুক্তিসংগত কারণ ছাড়া গ্রেফতার করা হয়, বাংলাদেশ পৃথিবীকে কিভাবে মুখ দেখাবে?