‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক’, শাড়ি পরে বাংলা ভাষায় এভাবেই দেশের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
বুধবার (২২ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কিন দূতাবাসের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে রাষ্ট্রদূতের বাংলায় দেওয়া এ শুভেচ্ছাবার্তার ভিডিওটি আপলোড করা হয়।
মার্কিন রাষ্ট্রদূত হিসেবে এটি বাংলাদেশে তার শেষ ঈদ, ভিডিওবার্তায় সেটিও উল্লেখ করতে ভোলেননি মার্শা বার্নিকাট।
ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
ভিডিওর শেষে আবার বাংলায় বলেন, ‘সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক। ২০১৫ সালে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেন মার্শা বার্নিকাট। এ বছরই তার মেয়াদ শেষ হচ্ছে।
EID Greeting from Ambassador Marcia Bernicat
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সবাইকে জানালেন পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।
Posted by U.S. Embassy-Dhaka on Tuesday, August 21, 2018