রোববার সকালে উপজেলায় ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া ও রায়েন্দা ইউনিয়ন উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে শরণখোলা থানার ওসি দিলীপ কুমার সরকার জানান।
গণমাধ্যম ডেস্ক: বাগেরহাটের শরণখোলা উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- খেজুরবাড়িয়া গ্রামের নুরুল হক খানের ছেলে আমিনুল ইসলাম খান (৩৫) ও রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের শফিজদ্দিন গাজীর ছেলে মো.কালাম গাজী (৫৭)।
আহত মো.কবির খান (৩২) রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর গ্রামের আশরাফ খানের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রায়েন্দা ইউনিয়ন পরিষদের সদস্য মো.জাকির হোসেন খান বলেন, সকাল ১০টার দিকে গ্রামের একটি মাঠে ধানের চারা রোপন করছিলেন কালাম গাজী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হন আরেক কৃষক।
ধানসাগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ডালিম মাঝি বলেন, রোববার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আমিনুল মাঠের জমিতে ধানের চারা লাগাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বলে জানান ডালিম। – বিডিনিউজ