আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মীদের কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি অাবার ক্ষমতায় এলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে। ২০০১ সালের মত তারা অাওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হত্যা ও নির্যাতন চালাবে। এজন্য নিজেদের মধ্যে বিভেদ ভুলে শেখ হাসিনাকে অাবার ক্ষমতায় অানতে হবে।
শনিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া জেলার সান্তাহার ও জয়পুরহাট জেলার অাক্কেলপুরে পৃথক সভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, অাগামী নির্বাচনে প্রথম যারা ভোটার হয়েছে সেই তরুনরা এবং নারী ভোটাররাই হবে নৌকার বিজয়ের মূল হাতিয়ার।তারা নৌকা মার্কায় ভোট দিবে।
সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপির মন খারাপ। কারণ জনগণ তাদের সঙ্গে নেই। তাই তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। দেশবাসীকে তাদের প্রতিহত করার অাহবান জানান।
সভায় অারও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, অাহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, ড. হাছান মাহমুদ, অসীম কুমার উকিল, ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।