আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজধানী রেডিসন হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ভোটকেন্দ্র পাহাড়ার নামে বিএনপি উসকানিমূলক বক্তব্য দিচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, তারেকের ইশারায় ঐক্যফ্রন্ট চলছে, তিনি আরও বলেন, কিছুদিনের মধ্যেই জোটে যারা আছে তাদের মূল্যায়ন কতখানি সেটা স্পষ্ট হবে। এসময়, নির্বাচন কমিশনের আচরণে কোনো পক্ষপাত পাচ্ছে না আওয়ামী লীগ বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, বিএনপি কখনোই জামায়াতকে ছাড়বে না, জামায়াত তাদের ছত্রছায়ায়ই নির্বাচন করবে। বিএনপি তাদের নেতিবাচক রাজনীতি প্রদর্শনের জন্য জামায়াতকে সাথে রাখবে।