আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন করার ক্ষমতা নেই। কারণ তারা ভয়ের মধ্যে থাকে। তাদের লিডারশীপের মধ্যে সেকরিফাইজ নেই। তো এত ভয়ের মধ্যে যারা থাকেন তারা আবার আন্দোলন করেন কিভাবে? বিএনপি শুধু লেকচার দিচ্ছে। তাদের এ্যাকশনে সাহসের কোনো নজীর নেই।
সোমবারে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের লাইব্রেরীতে কয়েকটি গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নেতারা মাঠে থাকেন না তো কর্মীরা কিভাবে মাঠে থাকে? প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, নেতারা এয়ারকন্ডিশন রুমে বসে পুলিশের গতিবিধির খোঁজ নেয়। তারা আবার কিভাবে আন্দোলন করেবে? তাদের আগ্রহ এখন আর ক্ষমতায় যাওয়া নয়, সাম্প্রদায়িক শক্তিকে সঙ্গে নিয়ে কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যায় তার প্রস্তুতি নিচ্ছে।
বিএনপির নেতৃত্বে জামাত-জঙ্গি-সাম্প্রদায়িক শক্তিগুলো নির্বাচনের আগে নাশকতামূলক গুপ্ত হামলা চালাতে পারে উল্লেখ করে কদের বলেন, তবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ বিষয়ে সতর্ক রয়েছে। নিয়মতান্ত্রিক আন্দোলনের বাইরে কেউ যদি নাশকতামূলক কর্মকা- চালাতে চায় তবে তা আইন-র্শঙ্খলা বাহিনী কঠোর হস্তে দমন করবে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বানচালের যত অপচেষ্টাই করুক নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে।