আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ২০১৪ সালের মতো যদি সহিংসতা সন্ত্রাসের আশ্রয় নেয়, তাহলে জনগণকে সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
নোয়াখালীর কবিরহাট উপজেলার ভাটইয়া ইউনিয়নের ওটারহাট ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, বিএনপি ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেয়নি। গণভবনে আমন্ত্রণ করেছিলেন ডিনারের, সংলাপের। বেগম জিয়া তা প্রত্যাখ্যান করেছেন। এখন নির্বাচনে আসা না আসা বিএনপির সিদ্ধান্তের ব্যাপার। তাদেরকে আমন্ত্রণের কোনো প্রয়োজন আমাদের নেই।