আওয়ামীলীগ বিরোধী একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রচেষ্টা চলছে বাংলাদেশে। সেখানে ড কামাল হোসেন এবং বি চৌধুরী স্যার নেতৃত্ব দিচ্ছেন। এটা দেখে সরকার সমর্থকেরা “বিগ জিরো” তত্ত্ব মাঠে ছেড়েছে। তারা বলতে চান উনাদের দল নেই তাই উনারা জিরো।
যুক্তফ্রন্টের নির্বাচনের সময়েও মুসলিম লীগের তুলনার যুক্তফ্রন্টের সংগঠন বিগ জিরোই ছিলো, তাও মুসলিম লীগের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছিলো যুক্তফ্রন্ট। ওই হারিকেন আজ পর্যন্ত জ্বলেনি। যেই পাকিস্তান হাসিলের লড়াইয়ে নেতৃত্ব দিলো মুসলিম লীগ সেই দলটাই পাকিস্তান থেকে নিশ্চিহ্ন হয়ে গেল।
নির্বাচনে দল জেতেনা। জেতে জনগণের সার্বভৌম ইচ্ছা। যার পিছনে জনগণের সার্বভৌম ইচ্ছা সমবেত হবে তারাই জিতবে, তার দল থাকুক বা না থাকুক। দলের কর্মিদের ভোট আর কয়টা? ভোট তো সাধারণ মানুষের। সেই মানুষের কাছে আপনাদের অবস্থান কী? নিজেকে প্রশ্ন করেন।
শুন্য থেকে ইতিহাসে এভাবেই নতুন নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। বাংলাদেশেও হবে, তার শর্ত অনেক আগেই তৈরি হয়েছে।
এই ঐক্য সফল হলে সেদিনই তার বিজয় নির্ধারিত হয়ে যাবে। বিগ জিরোদের কাছে গো হারা হারতে কেমন লাগে তখন টের পাবেন।