বিচার এড়াতেই নানা অজুহাত দিচ্ছে বিএনপি। আইন মেনেই কারাগারে আদালত স্থাপন করা হয়েছে। এসব কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সমকাল কার্যালয়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠির অধিকার নিয়ে এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্যামেরা ট্রায়ল নয়, আদালত সবার জন্য উন্মুক্ত। বিএনপি নেত্রীর নিরাপত্তার স্বার্থেই নাজিমুদ্দিন রোড জেলখানায় আদালত স্থাপন করা হয়েছে।