বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামছে তিনবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস।বিপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রাজশাহীর হয়ে টস করতে নামেন মেহেদি হাসান মিরাজ।অধিনায়কত্বের প্রথম টসেই বাজিমাৎ মিরাজের। এইদিন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে টসে জিতে বোলিং নেন রাজশাহীর এই নবাগত অধিনায়ক।এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচ হয়েছে লো-স্কোরিং। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মাত্র ৯৮ রানের জবাব দিতে গিয়ে ৭ উইকেট ও ১৯ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় চিটাগং ভাইকিংস।মাশরাফি বিন মুর্তজার এমপি হয়ে মাঠে নামা ও মোহাম্মদ আশরাফুলের ৫ বছর পর প্রত্যাবর্তনের ম্যাচটি তাই স্মরণীয় করে রাখতে পারেনি কেউ।
মাশরাফি দুই উইকেট নিলেও সম্পূর্ণ ব্যর্থ ছিলেন বাংলাদেশের প্রথম পোস্টারবয়। মাত্র ২ রান করে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।রাজশাহী দল:মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, ক্রিস্টিয়ান জাঙ্কার, লরি ইভেনস , মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, কাইস আহমেদ, মুস্তাফিজুর রহমানঢাকা দলঃসুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেন হোসেন