বিমসটেকভূক্ত দেশগুলোর মধ্যে গত বছর বাণিজ্য হয়েছে ৮৪ বিলিয়ন ডলারের। শনিবার আন্তর্জাতিক বাণিজ্য সেন্টার প্রকাশিত এক জার্নালে এ তথ্য দেয়া হয়েছে। বিমসটেকভূক্ত দেশগুলো হলো, বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলংকা, মায়ানমার ও থাইল্যান্ড।
তথ্যে বলা হয়, গত বছর বিমসটেক ভ’ক্তদেশগুলোতে নিজেদের মধ্যে বাণিজ্য হয়েছে প্রায় ৮৪ বিলিয়ন ডলারের। যা ২০১৬ সালে ছিল ৭২ বিলিয়ন ডলার। এইদেশগুলোর মধ্যে বাণিজ্য ক্রমেই বাড়ছে। বৃদ্ধির পরিমান, সাড়ে ১৬ শতাংশ।
অন্যদিকে বৈশিক পরিস্থিতিতে এই দেশগুলোর বাণিজ্য বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ হারে। ২০১৬ সালে যা ছিল ৬ দশমিক ১২ শতাংশ।
বিমসটেকভূক্ত দেশগুলো বিশ্বে রপ্তানি করে ৬০০ বিলিয়ন ডলারের পন্য। এই সময়ে আমদানি করে ৭৬৮ বিলিয়ন ডলারের পন্য। উল্লেখ্য, বিমসটেকভূক্ত দেশগুলোর প্রত্যেকটির সঙ্গেই বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে।