এসব চিঠি বিলি না করেও এতদিন চাকরিতে বহাল ছিলেন দায়িত্বপ্রাপ্ত পোস্টমাস্টার জগন্নাথ পুহান। তবে এই ঘটনা প্রকাশের পর দায়িত্ব অবহেলার জন্য চাকরি হারাতে হয়েছে তাকে।
ভারতের উড়িষ্যা রাজ্যের অভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মজার ব্যাপার হলো, পরিত্যাক্ত একটি বাড়িতে খেলতে গিয়ে হঠাৎ করেই এত বছরের পুরনো চিঠির খোঁজ পায় স্কুলের কিছু ছেলে-মেয়ে।
স্থানীয় সংবাদপত্রে বরাতে বিবিসি জানায়, বাচ্চাগুলো খেলতে গিয়েই আবিষ্কার করে ওখানে বড় বড় ব্যাগ বন্দী হাজারো চিঠির সমাহার। শুধু চিঠিই না, আছে মানুষের পাঠানো গুরুত্বপূর্ণ অসংখ্য এটিএম কার্ড ও ব্যাংক পাসবু।
বাচ্চাদের কাছ থেকে চিঠির তথ্য পেয়ে তাদের বাবা-মা কর্তৃপক্ষকে তা জানায়।
উদ্ধার করা চিঠির মধ্যে ১৫০০ চিঠি অক্ষত থাকলেও বাকি চিঠিগুলো নষ্ট হয়ে গেছে। চিঠিগুলো ২০০৪ সাল থেকে এই পরিত্যক্ত ডাক ঘরে জমা পরছে।
ডাকঘরের ঠিকানা পরিবর্তন হলেও অনেকে এত বছর ধরে পরিত্যক্ত ওই ডাকঘরেই চিঠি পাঠিয়ে আসছিল। – বিবিসি