রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গায় নৌকা ডুবিতে ভাই-বোন নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজেরা হলেন সুমি বেগম (১৮) ও তার ভাই রবিউল গাজী (৭)। তাদের বাড়ি বরিশালের হিজলা উপজেলার সদরে। নৌকাডুবির সময় তাদের সঙ্গে মা ও আরেক বোনও ছিলেন। তবে তারা তীরে উঠতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবরি ইউনিট তল্লাশি চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজ দুজনের বাবা সমিত গাজী বলেন, বরগুনাগামী লঞ্চ শাহরুখ-১ যাওয়ার সময় প্রচণ্ড ঢেউয়ে ওই নৌকা উল্টে যায়। তিনি বলেন, তার স্ত্রী, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে সন্ধ্যা ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চরকালীগঞ্জ তেলঘাট থেকে সদরঘাটের লালকুঠি এলাকায় যাচ্ছিল। কিন্তু সদরঘাট টার্মিনাল এলাকায় পৌঁছালে ওই লঞ্চের সৃষ্ট ঢেউয়ে নৌকাটি ডুবে যায়।