ব্রাজিলের ২০০ বছরের পুরানা জাতীয় জাদুঘর দাউ দাউ আগুনে জ্বলছে। এখানে আছে দুই কোটি নিদর্শন। আগুনে হতাহতের খবর এখনো জানা যায়নি।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ধারণা করা হচ্ছে, গতকাল রোববার জাদুঘর বন্ধ হওয়ার পর আগুন লাগে এবং তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা এখনো আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। আগুন লাগার কারণ জানা যায়নি।
এই জাদুঘর একসময় পর্তুগিজ রাজপরিবারের বাসভবন ছিল। এ বছরের শুরুর দিকে ভবনটির ২০০ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমার টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করে লিখেছেন, ‘ব্রাজিলবাসীর জন্য আজ দুঃখের দিন। এই ভবনের ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে আমাদের ঐতিহাসিক মূল্যের যে ক্ষতি হলো, তা পরিমাপ করা যাবে না’।
ব্রাজিলের টিভি গ্লোভোকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদুঘরের পরিচালক বলেছেন, এটি সাংস্কৃতিক ট্র্যাজেডি। সম্পাদনা : রিকু আমির