বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল ও জনপ্রিয় নায়ক সালমান শাহের ৪৭তম জন্মবার্ষিকী আগামী ১৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে ‘সালমান শাহ উৎসব এবং তারকা মেলা ২০১৮’-এর আয়োজন করেছে প্রয়াত এ নায়কের ভক্তরা।আয়োজক হিসেবে আছে সালমান শাহ স্মৃতি পরিষদ। জানা যায়, আগামী ১৯ সেপ্টেম্বর সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর দিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) চত্বরে আলোচনা, কেক কাটা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি থাকবে সম্মাননা পর্ব।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সালমান শাহ উৎসবে দেশবরেণ্য মিডিয়া ব্যক্তিত্বসহ নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, পরিচালক, প্রযোজকসহ সাংবাদিকরা উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
– বাংলা ট্রিবিউন