স্প্যানিশ ক্লাব রিয়াল ভাইয়াদলিদের ৫১% শেয়ার কিনেছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড রোনালদো।
১৮ বছরের খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, এসি মিলান ও বার্সেলোনার মতো ক্লাবে খেলেছেন এই তারকা।
চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলে ১৬ নম্বরে রয়েছে ভাইয়াদলিদ। এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি ক্লাবটি। রোনালদোর উপস্থিতিকে ইতিবাচকভাবে দেখছেন ক্লাবের সভাপতি কার্লোস সুয়ারেস।
“রোনালদোর আসাটা রিয়াল ভাইয়াদলিদকে পরিচিত করে তুলবে এবং গুণগত দিক থেকে ক্লাবকে নতুন কিছু করার সুযোগ এনে দেবে।”
ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৬২টি গোল রয়েছে রোনালদোর। ২০০২ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে দুটি গোলই করেন তিনি।
সোমবার সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, “এই ক্লাবকে গড়ে তুলতে আমি সবাইকে চাই এবং এই প্রকল্পে অংশ নিতে সমর্থকদের আমন্ত্রণ জানাই।”
“আমাদের ধারণা, মতামত, সমালোচনা ও আশা দেন। আমি রিয়াল ভাইয়াদলিদের বর্তমান ও ভবিষ্যতের অংশ হিসেবে আপনাদের চাই।”
ক্যারিয়ারের শেষ পর্যায়ে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলে ২০১১ সালে সব ধরনের ফুটবল থেকে অবসর নেন ১৯৯৭ ও ২০০২ সালে ব্যালন ডি’অর জেতা এই ফরোয়ার্ড।
রিয়ালের হয়ে লা লিগা জয় ছাড়াও ইন্টারের হয়ে জেতেন উয়েফা কাপ। ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অংশ হলেও সেবার কোনো ম্যাচে খেলার সুযোগ পাননি। ফ্রান্সে চার বছর পর দলকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন রোনালদো।