রাজধানীর ভাটারা এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার ভোরে ভাটারা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রায় ৩ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর ইসতিয়াক জানান, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের নামে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে। এঘটনায় মামলা হয়েছে।