ভারতের পুনেতে চলমান বিমসটেকের মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (মাইলেক্স) এ যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা ত্যাগ করেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
শনিবার বিমসটেকের সকল সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত চীফস কনক্লেভ ‘ঝুঁকিভিত্তিক আঞ্চলিক নিরাপত্তা স্থাপনা নির্মাণের সম্ভাব্যতা – সন্ত্রাসবাদ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত বিষয়বস্তুর উপর বক্তব্য তুলে ধরবেন। এছাড়া তিনি উক্ত অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সেনাবাহিনী প্রধানের আগামী ১৭ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কোঅপারেশন বিমসটেক এর মাইলেক্স ভারতের পুনেতে গত ১০ সেপ্টেম্বর শুরু হয়েছে যা ১৬ সেপ্টেম্বর শেষ হবে। সাতদিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশসমূহ বাংলাদেশ, ভূটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনাসদস্যরা অংশগ্রহণ করছেন। এছাড়াও বিমসটেকের সদস্যদেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত চীফস কনক্লেভ এর অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্য দেশের সেনাপ্রধানদের সাথে বাংলাদেশের সেনাপ্রধানও যোগদান করবেন।