গণমাধ্যম ডেস্কঃ ভারতের উত্তর-পশ্চিম দিল্লির নারেলাতে দ্রুত গতিতে আসা কালকা-শতাব্দী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ২০টি গরু। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। উত্তর শাখার রেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বুধবার সন্ধ্যায় একটি গরুর পাল হোলাম্বি ও নারেলার মাঝের লাইন পার করছিল। সেই সময় দ্রুত গতিতে আসছিল কালকা-শতাব্দী এক্সপ্রেস। ট্রেনের ধাক্কায় গরুগুলোর মৃত্যু হয়। থমকে যায় ট্রেনটিও। পরে রেল কর্মীরা গিয়ে লাইন পরিষ্কার করে।
এদিকে, এই ঘটনায় রেল লাইনে কিছু ক্ষতি হয়। লাইন পরিষ্কার করতে এক ঘণ্টার মতো সময় লাগে। সন্ধ্যা ৭টার দিকে ফের ট্রেন চলাচল শুরু হয়। উত্তর রেলের মুখপাত্র জানিয়েছেন, রেলের চালক ইমার্জেন্সি ব্রেক কষার চেষ্টা করেন। কিন্তু ট্রেনটির গতি এত ছিল যে ব্রেক কষেও লাভ হয়নি। ২০টি গরুকে পিষে দেয় ট্রেনটি।
দুর্ঘটনাস্থল থেকে ৮০০ মিটার দূরেই ছিল লেভেল ক্রসিং গেট। সেখান থেকে রেল লাইন পারাপার হলে দুর্ঘটনাটি এড়ানো যেত বলে জানিয়েছেন রেলের এক কর্মকর্তা।