আন্তর্জাতিক ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৪০ By গণমাধ্যম - সেপ্টেম্বর ১১, ২০১৮ 0 187 Share on Facebook Tweet on Twitter ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় ছয়টি শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে।মঙ্গলবার রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাসটি রাজ্যটির জাগতিয়াল জেলায় পাহাড়ি সড়ক থেকে ছিটকে উপত্যকায় পড়ে যায় বলে জানিয়েছে এনডিটিভি।প্রকাশিত খবর অনুয়ায়ী বাসটিতে মোট ৬৫ জন যাত্রী ছিলেন।(বিস্তারিত আসছে)