ভারতের ঝাড়খণ্ডের কোদেরমা জেলায় একটি স্কুলে খাবার (মিড-ডে মিল) খেয়ে এক শিক্ষার্থীর মৃত্যু এবং আরও শতাধিক শিশু অসুস্থ হয়ে পড়ে।
গত বুধবার এ ঘটনার পর শুক্রবার কোদেরমার উপ কমিশনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানায় এনডিটিভি।
পুলিশ জানায়, আপগ্রেডেড মিডল স্কুলের শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার পর পেট ব্যাথা এবং বমি করতে শুরু করলে তাদের স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এখন তারা সুস্থ আছে বলে জানান কোদেরমা পুলিশ সুপার।
– বিডিনিউজ