ভেনিজুয়েলার ক্যারিবিয় দ্বীপে সামরিক ঘাঁটি গড়ছে রাশিয়া। ব্রিটিশ মিডিয়া স্টার ইউকে এ ধরনের খবর দিয়ে বলেছে, ওই ঘাঁটিতে টিউ-১৬০ পারমানবিক বোমারু বিমান মোতায়েন করবে রাশিয়া। তবে সম্প্রতি এধরনের বিমান রুটিন মহড়ার অংশ হিসেবে ভেনিজুয়েলা ঘুরে এসেছে। কিন্তু স্টার ইউকের প্রতিবেদনে বলা হয়েছে এধরনের ঘাঁটির ব্যাপারে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কোনো আপত্তি নেই। এধরনের ঘাঁটিতে যুদ্ধ জাহাজ ও সামরিক বিমান অবতরণের ব্যবস্থা থাকছে। দশ বছর আগে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস থেকে ২’শ কিলোমিটার উত্তর-পূর্বে ওই দ্বীপটি পরিদর্শন করেছিল একটি রুশ সামরিক প্রতিনিধিদল।
ভেনিজুয়েলার আইন অনুযায়ী দেশটিতে কোনো বিদেশি সামরিক ঘাঁটি গড়ে তোলার সুযোগ নেই। তবে অস্থায়ী যুদ্ধ বিমান মোতায়েনের সুযোগ রয়েছে।