জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলোচিত ইলেকট্রনিক ভোটিং মেশিনেই (ইভিএম) কম সময়ে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, বর্তমানে আমাদের কাছে যে সমস্ত ইভিএম আছে, সেগুলো উন্নত প্রযুক্তি সম্পন্ন। তাছাড়া এনআইডিতে ভোটারের বায়োমেট্রিক থাকায় ইভিএমে ভোট কারচুপিরও কোন সুযোগ থাকবে না।
সোমবার নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ইভিএম নিয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, ম্যানুয়েল সিস্টেম নির্বাচনে অনেক রকমের কাগজপত্র ব্যবহার করা হয়। এসব কাগজপত্র থেকে বের হয়ে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে। তাছাড়া নির্বাচন সিস্টেমটা প্রযুক্তি নির্ভর হলে জনবলের খরচসহ অনেক ঝামেলা কমে যাবে। বর্তমানে ম্যানুয়েল সিস্টেমে নির্বাচন পরিচালনার প্রায় ৭০ ভাগ অর্থ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে ব্যয় হয়। ইভিএম প্রযুক্তির মাধ্যমে সারাদেশে ভোটগ্রহণ শুরু হলে ইসির এ অর্থ সাশ্রয় হবে। যদিও মেশিনগুলো কিনতে অনেক টাকার প্রয়োজন। কিন্তু একবার কিনলে এগুলো সব নির্বাচনে ব্যবহার করা যাবে।