প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভোট দেয়া না দেয়া জনগণের অধিকার। রাজনীতিবিদ হিসেবে জনগণের সেবা করে যাওয়াই সরকারের লক্ষ্য। মানুষের স্বাস্থ্যা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার। ক্ষমতায় আছি জনগণের সেবার জন্য ভোগের জন্য নয়।
বুধবার (২৯ আগস্ট) সকাল ১১টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। বিএনপির কথা ছিল এই কমিউনিটি ক্লিনিকে যারা কাজ করবে এবং স্বাস্থ্য সেবা পাবে তারা নৌকায় ভোট দেবে। তার জন্য সেবা বন্ধ করে দিলো। রাজনীতি করি জনগণের জন্য। জনগণের সেবা করা আমার প্রথম কর্তব্য।