মুম্বাইয়ের রাস্তায় বহুবার বলিউড সুপারস্টার সালমান খানকে দেখা গেছে সাইকেল চালাতে। ফলে কোনো এক ভোরে সালমানকে মুম্বাইয়ে সাইকেল চালাতে দেখা কারো জন্য আশ্চর্যের কিছু নয়। এমন দৃশ্যের দেখা পাওয়া খুব একটা অস্বাভাবিকও নয়।
তবে এবার মুম্বাইয়ে নয়, বলিউডের ভাইজানকে সাইকেলে দেখা গেল অরুণাচল প্রদেশের চীন সীমান্তের কাছে মেচুকায়।
সম্প্রতি অরুণাচল প্রদেশের মেচুকাতে এক অনুষ্ঠানে সালমান খানের সাইকেল সফরের সঙ্গী হলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু ও অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। এসময় মন্ত্রীদের সঙ্গে সাইকেল চালানোর পাশাপাশি দু’টি অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।
মূলত ডালমিয়া এমটিবি অরুণাচল হর্নবিলস্ ফ্লাইট ২০১৮-এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার পাশাপাশি ষষ্ঠ মেছুকা অ্যাডভেঞ্চার ফেস্টিভ্যালের উদ্বোধনও করেন সালমান। ফলে অরুণাচলে এসে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু গত বৃহস্পতিবার টুইট করে সালমান খানকে ধন্যবাদ জানিয়েছেন ।
বর্তমানে পাঞ্জাবে শুটিং চলছে সালমানের আগামী ছবি ‘ভারত’এর। সেখান থেকেই বিশেষ বিমানে ডিব্রুগড় বিমানবন্দরে গতকাল সকাল সাড়ে দশটায় পৌঁছান সালমান। সেখানে তাকে অভ্যর্থনা জানান রিজিজু। তারপর হেলিকপ্টারে করে দু’জনে উড়ে যান মেচুকাতে।
এই অনুষ্ঠানে এই বলিউডের এই সুপারস্টার ২২ লাখ টাকা দান করেছেন। চ্যানেল আই