মাগুরা সদর উপজেলায় দুই দল ডাকাতের বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, রাউতড়া গ্রামের ইটভাটায় শনিবার ভোরের দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শাহাদত মোল্লার ছেলে সিবাদুল ইসলাম সিবা (৪২) ও যশোরের বাঘারপড়া উপজেলার নরসিংহপুর এলাকার নূরনবী মোল্লার ছেলে কামাল মোল্লা (৩২)।
পুলিশ কর্মকর্তা তারিকুল বলেন, “দুই দল ডাকাত টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে সিবাদুল ও কামাল নিহত হন।”
পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা, চারটি ছেনদা ও দুটি রড উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, নিহত সিবাদুলের নামে বিভিন্ন থানায় আটটি আর কামালের নামে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে।পুলিশ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসাপাতাল মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।
– বিডি নিউজ