তৃতীয় দিনের মতো নিজ আসন থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন মাশরাফি। সোমবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই নড়াইল-২ আসনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকেন আওয়ামী লীগের এই হেভিওয়েট প্রার্থী। এদিনও মাশরাফির পক্ষে মোটরসাইকেল র্যালি বের করেন স্থানীয় নেতাকর্মীরা।
মাশরাফির সঙ্গে প্রচারণায় মাঠে ছিলেন তার স্ত্রী সুমনা হক সুমি।
এসময় মাশরাফির জন্য ভোট চেয়ে তার স্ত্রী সুমি বলেন, ‘আমার এভাবে আসতে হবে ভাবিনি, তবুও আসছি। আমি এই গ্রামেরই মেয়ে আর মাশরাফি আপনাদেরই জামাই। মাশরাফির জন্য নৌকা মার্কায় ভোট চাইতে এসেছি। কিন্তু এভাবে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে হবে আমি এটা চিন্তা করি না। কারণ জামাইকে জেতাতে হবে সেই ইচ্ছাটা আপনাদের সবারই আছে।’
তিনি আরো বলেন, ‘তো আমি আর নতুন করে কী বলবো? মাশরাফিকে তো আপনারা সবাই চিনেন। আগের যে জায়গাটা ছিল, এখন যে জায়গা আছে তার থেকে কম না। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তবুও আপনাদের কথা ভেবে প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিয়েছেন। নতুন বছরের আর করেকদিন আছে। আমি আশা করবো, ২০১৯ সালের প্রথমদিন নড়াইলের উন্নয়ন দিয়ে শুরু হবে। আর অবহেলিত নড়াইল যেন শুনতে না হয়, উন্নয়নের নড়াইল যেন শোনা যায় এই প্রত্যাশায় আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিবেন।’
নড়াইলের মিঠাপুর থেকে আজ প্রচারণা শুরু করেন বাংলাদেশ জাতীয় দলের এই ক্রিকেটার। এসময় জনপ্রিয় এই ক্রিকেট তারকাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিল স্থানীয়রা। যেখানেই গেছেন সেখানেই ঢল নেমেছে মানুষের। গণসংযোগ করে এসময় নৌকার পক্ষে ভোট চান তিনি। নড়াইল ছাড়াও পুরো দেশের মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন ম্যাশ।
সময় টিভি