রাজধানীর মিরপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত শামীমা আকতার (৫৫) মাজার রোডের লালকুঠি বাজার এলাকায় থাকতেন। বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি।
শামীমার স্বামী হারেস মোল্লা পুলিশকে বলেছেন, মঙ্গলবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে মাজার রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তার স্ত্রী গুরুতর আহত হন।
রাত সাড়ে ১১টার দিকে শামীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান।
তিনি বলেন, যে গাড়ির ধাক্কায় শামীমার মৃত্যু হয়েছে সেটি পুলিশ শনাক্ত করতে পারেনি।