১৪তম এশিয়া কাপের কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশ। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়তে হবে মাশরাফিদের। যার প্রথম ম্যাচে দুবাইতে লঙ্কাকে মোকাবেলা করছে মুশফিকুর রহিমরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারেই বাজে হয় টাইগারদের। মালিঙ্গার করা প্রথম ওভারেই বিপদে পড়ে বাংলাদেশ। ঐ ওভারের শেষ দুই বলে ফিরে যান ওপেনার লিটন এবং চার বছর পর গোল্ডেন ডাক মারা সাকিব। এরপরই আবার হাতে চোট পেয়ে বিশ্রামে গেছেন তামিম। তবে আসন্ন বিপদকে আর বাড়াতে দেননি মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুন জুটি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত অর্ধশত রানের জুটি গড়ে ফেলেছে মুশফিক ও মিঠুন। উইকেটেও রয়েছেন আকড়ে ধরে। তাদের ব্যাটেই নতুনভাবে শুরু করতে পেরেছে ইনিংস। লঙ্কা-বাংলা দ্বৈরথের শুরুর ধাক্কা সামলে বেশ সাবলীলভাবেই এগুচ্ছে এ জুটি।
মুশফিকুর ক্রিজে আছেন ২৩ রান নিয়ে। আর তাকে সঙ্গ দেওয়া মিঠুন আছেন মারমুখী ভঙ্গীতে। ৩৮ বলে ৩৫ রান নিয়ে আছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৭ রান। ৭৮ বল থেকে এই জুটির সংগ্রহ ৬৩ রান।