আহমদ শফী জীবনঃ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দার শ্বশুর ব্যবসায়ী রঞ্জন নন্দা মারা গেছেন। ফলে বুলগেরিয়া থেকে শুটিং বাতিল করে তড়িঘড়ি ভারতে ফিরে এসেছেন অমিতাভ।
বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছিলেন অমিতাভ। সংবাদ পেয়েই ছুটে আসেন তিনি।
অমিতাভ বচ্চন তার ব্লগে লেখেন, ‘আমার আত্মীয় মিস্টার রঞ্জন নন্দা, নিখিলের বাবা, শ্বেতার শ্বশুর প্রয়াত হয়েছেন। আমি ভারতে ফিরছি।’
রঞ্জন ছিলেন রাজ কাপূরের জামাই। ঋষি কাপূরের বোন ঋতু নন্দার স্বামী। তাঁর প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ঋষি কাপূরের মেয়ে ঋদ্ধিমা কপূর সাইনি। তিনি লেখেন, ‘তুমি সব সময় মহানই থাকবে।… তোমাকে মিস করব। আবার দেখা হবে… শ্রদ্ধা।’