ঢাকার দোহার উপজেলায় পদ্মা তীরের মৈনট ঘাট থেকে দুইশ সোনার বারসহ পাঁচজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার পাঁচজন হলেন- শ্রীনগর উপজেলার শিবরামপুর গ্রামের আলেপ খাঁর ছেলে মো. মহসিন (৪৭), নবাবগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামের মো. শাহাজাদার ছেলে মো. ফিরোজ (৩৪), একই উপজেলার মদনখালী গ্রামের মৃত ইয়াকুব শেখের ছেলে মো. সিদ্দিক (৪৬), জামাত আলীর ছেলে মো. মিজান (৩৪) এবং একই গ্রামের মো. আমিনুল ইসলাম (৪০)।
র্যাব-১১ নারায়ণগঞ্জ আদমজীনগর ক্যাম্পের কমান্ডার মেজর আশিক বিল্লাহ এবং মুন্সীগঞ্জ বালাশুর ক্যাম্পের কমান্ডার এএসপি মুহিদুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
এএসপি মুহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশায় করে মৈনট ঘাটে আসা ওই পাঁচজনকে আটক করে র্যাব। পরে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ২০০টি সোনার বার এবং ২৬ হাজার টাকা পাওয়া যায়।
বিকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে র্যাব-১১ এর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
– বিডিনিউজ