কিছুদিন আগে এক অনুষ্ঠানে সুহানার মা ও শাহরুখ খানের স্ত্রী গৌরী খান বলেছিলেন, ‘সুহানা একটি ম্যাগাজিনের জন্য শুট করছে। আমি এখনই সেই ম্যাগাজিনের নাম প্রকাশ করতে চাই না। কিন্তু আমার জন্য এটি এ বছরের সবচেয়ে উচ্ছ্বসিত হওয়ার মতো ঘটনা। আমি সেটি দেখার অপেক্ষায় বসে আছি।’
অবশেষে গৌরীর অপেক্ষার পালা শেষ হলো। মঙ্গবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের ম্যাগাজিন ফটোশুটের একটি স্থিরচিত্র শেয়ার করেছেন শাহরুখপত্নী। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছে ভারতের জনপ্রিয় ম্যাগাজিন ভোগকে। কেননা ভোগের প্রচ্ছদকন্যা হয়েছেন সুহানা খান।
শুধু গৌরী নয়, টুইটারে মেয়ের ফটোশুটের ছবি শেয়ার করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও।