মানিকগঞ্জে যমুনা নদীতে কার্গোর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা এগারোটার দিকে শিবালয় উপজেলার আলোকদিয়া চরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।এঘটনায় দুই শিশুসহ ৩জন নিখোঁজ রয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, মঙ্গলবার সকালে পাবনা জেলার কাজিরহাট লঞ্চ থেকে শতাধিক যাত্রী নিয়ে শিবালয়ের আরিচা লঞ্চ আসছিল।
এসময় মাঝ নদীতে আলোকদিয়া চরের কাছাকাছি আসলে এমভি প্রিমিয়ার ১১ নামের বালুবাহী কার্গোর সাথে ওই ট্রলারের সাথে ধাক্কা লাগে।এতে ট্রলারটি ডুবে যায়।অধিকাংশ যাত্রীরা চরে উঠতে পারলেও শিশুসহ ৩জন নিখোঁজ আছে।তবে নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন কাজ করে যাচ্ছে।