সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ৫০জন আহত হয়েছেন। কাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। তবে আহত কারও অবস্থা গুরুতর নয়।
স্থানীয়রা জানান, আশাশুনি উপজেলার চাপড়া থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বাসের সামনের পাতি ভেঙে পড়ে। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানক্ষেতে উল্টে পড়ে।এতে বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী কম-বেশি আহত হন। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
– নিউজ 24