ফিরোজ কবির দিপুঃ রাজপথে সকল আন্দোলনেই ব্যানার ফেস্টুন দেখা যায়। ওইসব ব্যানার বা ফেস্টুনে সাধারনত বিভিন্ন দাবি দাওয়া লেখা থাকে। গত চারদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ৯ দফা দাবি নিয়ে আন্দোলন চলছে। এ আন্দোলনের বিষয়ে প্রায় সকল নাগরিকই একমত পোষন করছেন।নিচে ছাত্রদের আন্দোলনে ব্যবহৃত প্লেকার্ডে লেখাগুলো তুলে দেওয়া হলো
১. যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও, তবে তুমি বাংলাদেশ।
২. আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে।
৩. আম্মুর নির্দেশ, গুলি না নিয়ে বাসায় ফিরবি না।
৪. বিবেক তবে কবে ফিরবে।
৫. মুজিব কোটে মুজিবকেই মানায়, চামচাকে না।
৬. জনপ্রতিনিধিদের সপ্তাহে অন্তত তিনদিন গণপরিবহনে যাতায়াত করতে হবে।
৭. মা তুমি আমার জন্য আর অপেক্ষা করো না, আমি আর ঘরে ফিরবো না।
৮. আমরা ৯ টাকায় ১ জিবি চাই না, নিরাপদ সড়ক চাই
৯. 4G স্পিড নেটওয়ার্ক নয়, 4G স্পিড বিচার ব্যবস্থা চাই।
১০. পুলিশ আংকেল, আপনার চা-সিগারেটের টাকা আমি আমার টিফিনের টাকা দিয়ে দিচ্ছি। তাও আপনি এসব গাড়ি চালাতে দিয়েন না।
১১. পুলিশের গাড়ির লাইসেন্স নাই
১২. ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ সড়ক চাই।
১৩. বিচার চাই না, বিচার করতে হবে।
১৪. শিক্ষকের বেতের বাড়ি নিষেধ যে দেশে, পুলিশের হাতে লাঠি কেন সেই দেশে।