একটা ভিডিও পেলাম। জাতিসংঘের সদর দপ্তরের সামনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে কথা বলতে কেনো বিব্রত ইতস্ততঃ হলেন বুঝতে পারলাম না। প্রথমেই তিনি জানালেন, বলার মতো কিছুই নেই। শেষে বললেন, নির্বাচন নিয়ে কথা হয়েছে। কিন্তু কী তারা বললেন, আর কী কথা জাতিসংঘের কর্মকর্তারা জানালেন সেটা চেপে গেলেন। অথচ কথা হয়েছে এক ঘণ্টার উপরে। আবার কাল ওয়াশিংটনে ষ্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে কী নিয়ে কথা হবে তার উত্তরে মির্জ ফখরুল বললেন, এটা পারসোনাল। আসলেই কি তাই? আর জাতিসংঘের কাছে যে প্রত্যাশা নিয়ে তারা গিয়েছিলেন সেখানে কি সেটা পূরণ হয়নি। বিএনপি’র পক্ষ থেকে এই বিষয়ে বরং কথা বললেই নিজেদের রাজনৈতিক অবস্থান পরিস্কার হতো। যতো রাখ ঢাক হবে ততোই গুজবের ডালপালা মেলতে থাকবে। আর বিএনপি বিরোধীরাতো এজন্য ওৎ পেতে বসে আছে।
– ফেসবুক টাইমলাইন থেকে নেওয়া।