রংপুর শহরে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শহরের আশরতপুর ঢাকাইয়াপাড়া এলাকা থেকে আগের রাত ১১টার দিকে তাদের আটক করা হয় বলে র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক এএসপি এএসপি খন্দকার গোলাম মোর্তুজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের হরিশর নতুনপাড়ার আলতাফ আলীর ছেলে বাবুল হোসেন (৪২) ও শহরের এরশাদনগর গ্রামীণ ব্যাংক পাড়ার ওলিউর রহমানের স্ত্রী সোহানা আক্তার (২৫)।
সেখানে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান থেকে সোহানা ও বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে পরে তাদের কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালানো হলে ৪৬০ গ্রাম হেরোইন, মাদক বিক্রি নগদ ২১ হাজার ৪৮০ টাকা ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। পরে পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়।
বাবুল চাঁপাইনবাবগঞ্জ থেকে হেরোইন এনে সোহানার মাধ্যমে রংপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা গোলাম মোর্তুজা জানান।