রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জের ধরে সন্তানকে হত্যার অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। রোববার (১৮ নভেম্বর) বিকেলে কাউখালি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৯ নভেম্বর পারিবারিক কলহের জের ধরে ৫ বছর বয়সী নিরব চাকমাকে হত্যা করে লাশ পাহাড়ের ঢালে ফেলে পালিয়ে যায় তার বাবা এরেক্কা চাকমা। পরে গতকাল এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করে। পর তার দেয়া তথ্যানুযায়ী শিশুটির লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। সম্পাদনা: দেবদুলাল মুন্না