রাজধানীর যাত্রাবাড়ীতে প্রেম সংক্রান্ত ঘটনায় এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত কলেজছাত্রীর নাম আনিকা (১৭)। সে মানিকগঞ্জের সিংগাইরের প্রবাসী আমির হোসেনের মেয়ে।
রোববার ভোরে এই ঘটনাটি ঘটে। নিহত আনিকা সেন্ট্রাল উইমেন্স কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে তার পরিবারের সাথে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।
নিহতের খালাতো ভাই রুহুল আমিন জানান, আনুমানিক সকাল ৭টায় গোসলখানার শাওয়ারের সাথে সে ফাঁস নেয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। প্রেম সংক্রান্ত কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, সকাল ১২টার দিকে আনিকাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।