রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল শিক্ষার্থীসহ নিহত ২ জন নিহত হয়েছেন। নিহত আমানউল্লাহ (১১) গেন্ডারিয়া হাইস্কুলের ৫ম শ্রেণির ছাত্র। আমান উল্লাহ আজ সকাল ১১টায় স্কুলের সামনে গ্যাস পাইপে বসে বিদ্যুৎতিক পুলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। বেলা ১১টায় তার বন্ধু জাহাঙ্গীর তাকে উদ্ধার করে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুপুর ১২টা ৫মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শনিরআখড়া ফ্লাইওভার ব্রিজের একটি স্থানে বৈদ্যুতিক তারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি নামে আরেক জন নিহত হয়েছেন।
পথচারী মো. রাহিদ ও হানিফ রনিকে উদ্ধার করে ঢামেকে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের এসআই বাচ্চু মিয়া জানায়, দুই জনেরই মরদেহ মর্গে রাখা হয়েছে।