রাজধানীর ভাটারায় নূরে চালান এলাকায় একটি নির্মাণাধীন ৪র্থ তলার ৩য় তলা থেকে পড়ে ওয়াজেদ মিয়া (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৪ সেপ্টেম্ব) সকাল ৯ টার দিকে ভাটারা নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী আরিফ জানান, ওয়াজেদ মিয়া পটুয়াখালী বাউফল এলাকার বাসিন্দা। বর্তমানে ভাটারা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন। সকালে ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যায়।
তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় সহকর্মীরা ওয়াজেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে সকাল সাড়ে ১০টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে