রাজধানীতে চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ৭১০ পিস ইয়াবা, ৪০৩ গ্রাম হেরোইন, ৯৭০ গ্রাম ১০৫ পুরিয়া গাঁজা ও ১৬৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে। সূত্র: ডিএমপিনিউজ